দ্রুত নির্বাচনী রোডম্যাপের আহ্বান জানালেন বিএনপি উপদেষ্টা জয়লুল আবদিন ফারুক
- By Jamini Roy --
- 20 December, 2024
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচনী রোড ম্যাপ ও জনআকাঙ্ক্ষা’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়লুল আবদিন ফারুক এই আহ্বান জানান। তিনি বলেন, “কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত সময়ে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে।” ফারুক অভিযোগ করেন, “হিন্দুদের ওপর আওয়ামী লীগ হামলা চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে।”
ফারুক আরও বলেন, “বাংলাদেশে মানুষ এখন অনেক সচেতন। সমর্থনের নামে লুট করলে তা মেনে নেয়া হবে না।” তিনি উল্লেখ করেন, “তিন মাস পর কোন পথে ওবায়দুল কাদের পালাল, সেটা সরকার জানে না- এমন মন্তব্য অবিশ্বাসযোগ্য।” এদিকে, আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বদিউল আলম মজুমদারের বক্তব্যের প্রতিক্রিয়ায় বক্তারা বলেন, “আওয়ামী লীগকে কেউ পুনর্বাসন করার চেষ্টা করলে জনগণকে নিয়ে সেটাকে প্রতিহত করবো।”
একইসঙ্গে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থে একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তারা।